বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলায় অবস্থিত ভাটেরা একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। দেশের বৃহত্তম হাকালুকি হাওরের পশ্চিম পাদদেশে পাহাড়, চা বাগান, নদীনালা সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃষ্টিনন্দন এলাকা মহান আল্লাহর অপার সৃষ্টি। এমনি এক জনপদে মানুষের চিকিৎসা সেবা প্রদানের মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত হচ্ছে এই হাসপাতাল। ভাটেরা চ্যারিটি জেনারেল হাসপাতাল হবে আগামী প্রজন্মের সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় আদর্শ। মানব সেবার মহান দায়িত্ব পালনের লক্ষ্যে অত্র হাসপাতাল ভাটেরা এলাকা তথা সমস্ত বৃহত্তর সিলেট ও বাংলাদেশের আপামর জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করবে। ইহা একটি চ্যারিটেবল অলাভজনক হসপিটাল হিসাবে মানুষের চিকিৎসা সেবায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে ইনশাল্লাহ।

আমাদের দায়িত্ব ও কর্তব্য

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের সেবা করা সকল ধর্মের মূল ভিত্তি। মানুষের কল্যাণের জন্যই মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন।
মহান আল্লাহ বলেছেনঃ তোমরাই সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। (আলে ইমরানঃ ১১০)
"তাদের ধনসম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে (জারিয়াত:১৯)"
রাসূল (সা.) বলেন, "নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন, যে তার বান্দাদের প্রতি দয়া করে।"
চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকারের অন্যতম। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গরীব, মধ্যবিত্ত মানুষের জন্য এই সেবা আজ এক কঠিন বাস্তবতা। সমাজের ধনী-গরীব নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ।
সুতরাং এই উদ্যোগে সামিল হওয়া আমাদের ধর্মীয়, সামাজিক ও নৈতিক দায়িত্ব।

হাসপাতালের সুবিধা সমূহ

Image
  • হাসপাতালের নিজস্ব ডাক্তার দ্বারা সার্বক্ষণিক বহিঃর্বিভাগে এবং ভর্তি রোগীকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।
  • সাপ্তাহিক ছুটির দিনে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বারের সুব্যবস্থা রাখা হবে।
  • সমৃদ্ধ তিনটি অপারেশন থিয়েটারের মাধ্যমে সর্বোচ্চ আধুনিক সুযোগ-সুবিধা এবং যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে,যাতে একসাথে তিনটি অপারেশন পরিচালনা করা সম্ভব হয়।
  • প্রতিটি কেবিনে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ও সাকার মেশিনের ব্যবস্থা করা হবে।
Image
  • রোগ নিরূপণের জন্য অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যেখানে কম্পিউটারাইজড এক্সরে, প্যাথলজি, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাফি,ইটিটি সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে ।
  • সমস্ত হাসপাতালকে অনলাইন কম্পিউটার নেটওয়ার্কিং এর ভিত্তিতে সাজানো হবে যাতে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার মত প্রতি রোগীর ডাটা ইমপোর্ট করার ব্যবস্থা এবং বিদেশে অবস্থানরত রোগীর আত্মীয় স্বজনরা সমস্ত রোগের তত্ত্ব অনলাইনের মাধ্যমে সহজে পেতে পারেন।
Image
  • মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, নাক-কান-গলা, মা ও শিশু, হাড়জোড়া এবং ইমারজেন্সি বিভাগ সহ সকল বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
  • প্রয়োজন অনুযায়ী একটি ফ্লোরকে আইসিইউ-সিসিইউ ও ডায়ালাইসিসের জন্য সংরক্ষিত রাখা হবে, যাতে আমাদের উত্তরসূরীরা এসমস্ত মেশিনারিজ সংযোজন করতে পারেন।
  • সার্বক্ষণিক এম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা রাখা হবে , যাতে তাৎক্ষণিক রোগীকে উন্নততর সেবার জন্য অন্যত্র পাঠানো যায়।
  • একটি লাশ সংরক্ষাণাগার স্থাপন করা হবে।
Image
  • একটি ফিজিওথেরাপি ইউনিট প্রতিষ্ঠা করা হবে।
  • প্রসূতি মা ও শিশুদের নিয়মিত চেকআপ এর মাধ্যমে বিশেষ স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হবে।
  • ডায়াবেটিস, ব্লাড প্রেসার, হার্ট ডিজিজ, স্ট্রোক, ডায়রিয়া, কিডনি রোগ ইত্যাদি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত সেমিনারের আয়োজন করা হবে।
  • এলাকার সমস্ত জনসাধারণের কম খরচে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সেবা নিশ্চিত করা হবে।