সিলেট কুলাউড়া মহাসড়কের পাশে ভাটেরা ইউনিয়ন সংলগ্নহোসেনপুর গ্রামের ৩৫ শতাংশ জায়গার উপর একটি ৫০ বেডের হাসপাতাল নির্মাণ পরিকল্পনা। দশ তলা ফাউন্ডেশন সমৃদ্ধ ৮৫০০ বর্গফুটের হাসপাতাল ভবনের আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ডিজাইন সম্পন্ন করেছেন স্বনামধন্য কনস্ট্রাকশন ফার্ম “দি ইঞ্জিনিয়ার এসোসিয়েটস” ৫১ উদ্দীপন, মিরাবাজার সিলেট।
সচ্ছল এবং অসচ্ছল সকল শ্রেণী-পেশার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবে। স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সচ্ছল ব্যক্তিরাও কম খরচে সব ধরনের চিকিৎসা সেবা পাবেন। তাদের দেওয়া চিকিৎসা ফি দ্বারা হাসপাতালের ব্যয় সংকুলান হবে। হাসপাতাল পরিচালনার অতিরিক্ত অর্থ হাসপাতালের উন্নয়ন, গরীব রোগীদের চিকিৎসা ব্যয় এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে জনকল্যাণমূলক কর্মসূচিতে ব্যবহার করা যাবে। এই প্রতিষ্ঠানে যারা রোগী দেখবেন, অপারেশন করবেন, বিভিন্ন ধরনের সেবা দিবেন তারা অন্য প্রতিষ্ঠানে থেকে মানবিক কারণে কম ফি নিবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। কিন্তু সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারী এই প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন তাদেরকে যথাযথ বেতন ভাতা দেওয়ার চেষ্টা করা হবে। কেবিন ভাড়া, অপারেশন চার্জ, সার্ভিস চার্জ, ঔষধ এর দাম, ইত্যাদির ক্ষেত্রে ন্যূনতম বিল নেয়া হবে যাতে হাসপাতাল পরিচালনার খরচের ব্যবস্থা হয়। সামর্থ্যবানরা ইচ্ছা করলে অতিরিক্ত সার্ভিস চার্জ দিয়ে হাসপাতাল পরিচালনায় সহযোগিতা করবেন। গরীব মানুষদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য একটি যাকাত ফান্ড তৈরি করা হবে, যা থেকে তাদেরকে সম্ভাব্য ফ্রি চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও হাসপাতাল পরিচালনার জন্য একটি বিশেষ ফান্ড তৈরি করা হবে। দেশী-বিদেশী দাতাদের মাধ্যমে এই ফান্ড সমৃদ্ধ করা হবে।
আমরা আশা করি, ভাটেরা চ্যারিটি জেনারেল হাসপাতাল হবে আগামী প্রজন্মের সারা বাংলাদেশের জন্য অনুকরণীয় আদর্শ। দেশে এবং বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী ভাই-বোনদের কাছে
আমাদের আকুল আবেদন, এই প্রতিষ্ঠানকে মুক্ত হস্তে দান করে সদগায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন এবং মানবতার কল্যাণে এই প্রতিষ্ঠানটি গড়ার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার
হাত বাড়িয়ে দিন।
আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।
ডাঃ সায়েফ আহমেদ
টরেন্টো, কানাডা ( +1647-782-9738)