ভাটেরা জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আবেদন

সম্মানিত ভাই ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ এক চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি। লক্ষ লক্ষ মানুষ করোনার ছোবলে আক্রান্ত হয়ে এই পৃথিবীর মায়া ছেড়ে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেছেন। নিকট অতীতে বিশ্ববাসী এমন বিপর্যয় প্রত্যক্ষ করে নি। দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এ এক চরম সতর্কবার্তা। আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা অত্যন্ত নাজুক। হাসপাতালে সিটের, আর সামান্য অক্সিজেনের অভাবে শতশত বনী আদমের মৃত্যুর খবর আমাদের হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছে। মহান প্রভু আল্লাহ তুমি আমাদের প্রাণ প্রিয় জন্মভূমি তথা সারা বিশ্বের মানুষদেরকে হেফাজত করো।

বিশ্বব্যাপী কঠিন অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যেও প্রয়োজন ও বাস্তবতার তাগিদে আমরা আমাদের এলাকায় একটি চ্যারিটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছি। গরিব-দুঃখী, মধ্যবিত্ত মানুষের স্বাস্থ্যসেবার কষ্টের কথা অনুভব থেকে আমাদের এই যাত্রা। জেনেশুনে, অত্যন্ত কঠিন এবং বন্ধুর পথে আমরা পা বাড়িয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সাথে আছেন। দেশে বিদেশে যারা সামর্থ্যবান আছেন, তারা বিভিন্নভাবে টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা পাচ্ছেন কিন্তু যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, তাদের জন্য আমাদের দেশে তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। সরকারি হাসপাতাল গুলোর অবস্থা কারোরই অজানা নয়, আর বেসরকারি হাসপাতালের আকাশচুম্বী চিকিৎসা ব্যয় গরিব মানুষের সাধ্যের বাইরে়। এছাড়াও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়, মানুষের প্রতি দায়বদ্ধতা ও সততার অভাব, গরিব মানুষের চিকিৎসা সেবাকে কষ্টসাধ্য করে তুলেছে। এমনি পেক্ষাপটে আমাদের এই যুগান্তকারী উদ্যোগ। দল-মত-নির্বিশেষে আবালবৃদ্ধবনিতা সকলের অভাবনীয় সহযোগিতার আশ্বাস আমাদের মনোবল ও প্রত্যাশা কে বহুগুণ বৃদ্ধি করেছে। এলাকার যুবকদের আগ্রহ-উদ্দীপনা আমাদের জন্য মাইলফলক হয়ে থাকবে। মহান আল্লাহর ইচ্ছায় আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই মহতি উদ্যোগকে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে বৃহত্তর সিলেটের এক বিশাল এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রদানে এই প্রতিষ্ঠান সফল হবে ইনশাআল্লাহ।

আমাদের সমাজের মানবদরদীরা সদগায়ে জারিয়ায় অংশগ্রহণ করে মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, স্কুল-কলেজসহ অনেক কিছুই করে থাকেন। নিঃসন্দেহে আখেরাতে এসবের পুরস্কার অগণিত। কিন্তু একজন মৃত্যুপথযাত্রী মুমূর্ষ রোগীকে একটু ডাক্তারের সান্নিধ্য, নার্সের সেবা, সামান্য অক্সিজেন দিয়ে মৃত্যুযন্ত্রণা লাগবে, সদকায়ে জারিয়ার অর্থ ব্যয় করার সুযোগ সকলের হয় না। হয়তোবা আপনার দেওয়া সদকায়ে জারিয়ার অর্থ একজন গরিব মানুষের মৃত্যু যন্ত্রণা লাগবে ভূমিকা রাখবে, আর কিয়ামতের কঠিন সময়ে আপনার আমল নামায় তা বহুগুণ বৃদ্ধি হয়ে নেকির পাল্লা ভারি করবে। এই সুযোগের সদ্ব্যবহার করতে আশা করি কেউ পিছপা হবেন না।

ইতিমধ্যে ৩৫ ডেসিম্যাল ভূমিতে দশ তলা ভবন ফাউন্ডেশনের উপযোগী হাসপাতালের অবকাঠামো তৈরির জন্য প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ শয্যা বিশিষ্ট ৩ তলা পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে, এই অবকাঠামোতে ভবিষ্যতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিষ্ঠানটি গড়ে তুলব, বাকিটুকুর দায়িত্ব আমাদের উত্তরসূরিদের জন্য রেখে যেতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস তারা অবশিষ্ট দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাইলিং এর ডিজাইনের আলোকে কিছুদিনের মধ্যে পাইলিং এর কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের অর্থনৈতিক সহযোগিতা, নৈতিক সমর্থন এবং প্রতিষ্ঠানের জন্য মহান মাবুদের কাছে কায়মনোবাক্যে দোয়া করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।

কিভাবে আপনি সহযোগিতা করতে পারেনঃ

  • ১০ লক্ষ টাকা সাদাকায়ে জারিয়া দিয়ে আপনি অথবা আপনার পূর্বসূরী কারো নামে একটি কেবিন সৌজন্যে দিতে পারেন। যাহা আপনার পূর্বসূরীর স্মৃতি ধারণ করে রাখবে।
  • ৫,৩,২, ১ লক্ষ টাকা সাদাকায়ে জারিয়া দিয়ে, দাতা সদস্য হিসাবে দাতালিস্টে তালিকাভুক্ত হবেন। যাহা হাসপাতলে প্রদর্শিত থাকবে।
  • এক লক্ষ টাকার নিচে যেকোনো পরিমাণ অর্থের জন্য একজন দাতা সদস্য হয়ে হাসপাতালের দাতা সদস্য তালিকায় তালিকাভুক্ত হবেন।
  • এখন থেকে পুরো ২ বছর সময়ের মধ্যে আপনার ওয়াদাকৃত টাকা কিস্তিতে পরিশোধ করতে পারবেন, তবে আপনার ওয়াদার উপর ভিত্তি করে আমরা প্রতিষ্ঠানের পরিকল্পনা নিতে সমর্থ হব। সর্বোচ্চ ওয়াদা করতে পিছপা হবেন না। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন।
  • নিচে প্রদত্ত ফরমটি পূরণ করুন। কিস্তির তারিখ এবং পরিমাণ লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক দিন। আপনার মোবাইল অথবা ইমেইলে ব্যাংক একাউন্ট বলে দেয়া হবে সেখানে আপনারা টাকা জমা দেবেন এবং যথারীতি আপনার কাছে টাকার রিসিট পৌঁছে দেওয়া হবে।

ইতিমধ্যে যারা এই প্রচেষ্টার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন, বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, আমরা সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ করবো ভাটেরা চ্যারিটি হাসপাতালের জন্য দাতা ফর্মটি পূরণ করবেন। আপনার সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ মানবতার মহান সেবায় এই প্রতিষ্ঠানকে উৎসর্গ করতে পারব। আল্লাহ আমাদের সহায় হোন।

আপনাদের ভাই
ডাঃ সায়েফ আহমদ
টরেন্টো, কানাডা।

তহবিল ফরম