৪ এপ্রিল ২০২১

ভাটেরা ইউনিয়ন পরিষদ থেকে প্রাথমিক অনুমতি সাপেক্ষে হাসপাতাল ভবনের ভূমি, ভবন উপযোগী করার কাজ শুরু হয়। উল্লেখ্য যে প্রস্তাবিত ভূমিতে শতাধিক গাছ বাশের জাড় ছিল। সমস্ত গাছ এবং বাঁশ কেটে হাসপাতালে কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়। গাছ এবং বাশের শিকড় তোলার জন্য এক্সেভেটর ভাড়া করা হয় এবং সমস্ত ভূমি পাইলিং এর উপযোগী করা হয়।