গত ২৩ জানুয়ারি ২০২৫ ইং, ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক জনাব ফখরুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাটেরা এলাকার কৃতী সন্তান, শিক্ষানুরাগী এবং ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আব্দুল হামিদ খান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব লুৎফুর রহমান ও আব্দুল করিম ( রুকন ) সাহেব ।
মেহমানদের অভ্যর্থনা জানান হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
এ সময় অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগের সেবা সম্পর্কে অবগত হন এবং হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আগত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাঁদের সহযোগিতায় হাসপাতাল আরোও অনেকদূর অগ্রসর হবে।