ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন:

১৪ জুন ২০২২ইং ভাটেরা জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিকাইল শিপার। তার সাথে ছিলেন কক্সবাজারের স্বনামধন্য চ্যারেটি প্রতিষ্ঠান ফুয়াদ আল খতিব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ শাহ আলম, কানাডা থেকে আগত ভাটেরার সন্তান ডাঃ সুলতানা রাজিয়া, ইঞ্জিনিয়ার আহমদ সামিন জাওয়াদ, আহমেদ সালেহীন তাজওয়ার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ রফিক, প্রজেক্ট ডাইরেক্টর জনাব জাফর উল্লাহ।