ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন লুটন জামে মসজিদ, যুক্তরাজ্যের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম

গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং, বুধবার, ভাটেরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন লুটন জামে মসজিদ, যুক্তরাজ্যের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম; এমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অহিদুর রব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. ইসলাম উদ্দিন। হাসপাতালের কর্মচারীগণ অতিথিদের অভ্যর্থনা জানান এবং তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে অতিথিরা হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবা এবং কর্মচারীদের আতিথেয়তায় সন্তুষ্টি প্রকাশ করেন। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এ ধরনের একটি সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে উদ্যোক্তা, দাতা সদস্য ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অতিথিরা হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে যেকোনো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
হাসপাতালে আগত সকল অতিথিকে হাসপাতালের পক্ষ থেকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।